দেশের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা গত ৫ আগস্ট ভারতে পলায়নের পর গত ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। নানা চ্যালেঞ্জ আর সংকটের মধ্যে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের গুরুদায়িত্ব এই সরকারের ওপর। ছাত্র-জনতার আন্দোলন, আওয়ামী সরকার পতন, অন্তর্বর্তী সরকার গঠন—সব মিলিয়ে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত দেশের পরিস্থিতি অনেকটাই চরাই-উৎরাইয়ের মধ্য দিয়েই যাচ্ছে। রাজনৈতিক দলগুলোর মাঝেও দেখা দিয়েছে সংকট, অস্বস্তি।পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আনতে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি দ্রুততম সময়ে গ্রহনযোগ্য নির্বাচন চাইছেন। অন্তর্বর্তী সরকারের ক্ষমতা দখলের পর থেকেই নির্বাচনের তাগাদা দিয়ে আসছে দলটি।

 

সম্প্রতি দেশের এক সংবাদমাধ্যমের সঙ্গে নির্বাচন ও রাজনীতির হালচাল নিয়ে কথা বলেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। একান্ত সাক্ষাৎকারে আমীর খসরু মাহমুদ চৌধুরী দেশের সার্বিক অবস্থা তথা রাজনীতি, অর্থনীতি, অন্তর্বর্তী সরকারের অবস্থা, আগামী জাতীয় নির্বাচন, সংবিধানে পরিবর্তন, সংস্কারসহ গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেন।

 

সূএে কালের কণ্ঠ