দোকানের সিলিংয়ে যুবকের ঝুলন্ত লাশ,পকেটে চিরকূট

খাগড়াছড়ির দীঘিনালায় আবু ছিদ্দিক নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকালে দীঘিনালা উপজেলার কবাখালী বাজারে এক দোকানের সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়।

নিহত আবু ছিদ্দিক রাঙ্গামাটির লংগদু উপজেলার ৫ নং সোনাই এলাকার সাবেক মেম্বার আবু তাহেরের সন্তান। তিনি কবাখালী বাজারে একটি ডেকোরেশনের দোকানে কাজ করতেন।

পুলিশ জানায়, স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করা হয়। এ সময় লাশ সুরতহালের সময় নিহতের পকেট থেকে একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে পারিবারিক অশান্তি এবং সংসারে টানা–পোড়েনের কথা উল্লেখ ছিল বলে জানিয়েছেন পুলিশ।

দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া বলেন, খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় আমরা একটি মরদেহ উদ্ধার করেছি। লাশের সুরতহাল করা হয়েছে। তার পকেট থেকে একটি চিরকুট পাওয়া গেছে। এ চিরকুট তার নিজের লেখা কিনা সেটার ফরেনসিক পরীক্ষা করে দেখা হবে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।