Search
Close this search box.

দোকানে ইফতার কিনতে গিয়ে ‘দারুণ শিক্ষা’ পেল তুষার!

রমজানের সময় সবাই ইফতারে ভালো কিছু খেতে চায়। তুষার (২৬) ভাবল, আজ একটু নতুন কিছু খাবে। তাই গেল বাজারে ইফতার কিনতে!

অর্ডারের যুদ্ধ

বাজারে গিয়ে দেখে বিশাল ভিড়! সবাই যেন খাবারের জন্য যুদ্ধ করছে!

  • তুষার: “ভাই, এক প্লেট হালিম দেন!”
  • দোকানদার: “পিছনে দাঁড়ান!”
  • পিছনের লোক: “ভাই, তাড়াতাড়ি করেন!”

তুষার কোনোভাবে খাবার নিয়ে বাসায় ফিরল, খেতে গিয়ে বুঝল…

প্রবলেম শুরু!

এক চামচ খেয়েই মুখটা বাঁকা হয়ে গেল! ঝাল, লবণ, আর মশলা সব বাড়তি!

  • তুষার: “ওরে বাবা! এটা মানুষ খায় কিভাবে?”
  • তার ছোট ভাই: “ভাই, তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি যুদ্ধ করে এসেছো!”

শেষমেশ পানি খেয়ে তুষার শিখল,

“আগামীবার বাসায়ই কিছু বানাবো!”