দোহাজারীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ

খলেদা আক্তার , চট্টগ্রাম , বোয়ালখালি

গতকাল শুক্রবার রাত ৮টায় দোহাজারীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি দোহাজারী পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহেদুল ইসলাম শ্রাবণের উদ্যোগে ৪ নম্বর ওয়ার্ডে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাহেদুল ইসলাম শ্রাবণ। সভাপতিত্ব করেন দোহাজারী পৌর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক টপ টেন কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নুর ইসলাম, কৃষক দলের নেতা নুরুন্নবী ও আবুল হোসেন, বিএনপি নেতা ফরিদ, জসিম, কামাল ও গফুর।
এছাড়াও উপস্থিত ছিলেন যুবদলের সদস্য লোকমান, শোয়েব, আইয়ুব, পারভেজ, শহীদ, আশিক, মুস্তাফিজ, আজাদ, অলি এবং ছাত্রদলের ফরহাদ ফাহিমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। কর্মসূচিতে মরহুম নেত্রীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি জাহেদুল ইসলাম শ্রাবণ তাঁর বক্তব্যে বলেন,
“আমরা চন্দনাইশে আলহাজ্ব নুরুল আনোয়ার চেয়ারম্যানের নেতৃত্বে অতীতের মতোই ঐক্যবদ্ধ আছি। আমরা জিয়া পরিবারের আদর্শে বিশ্বাসী এবং ধানের শীষ আমাদের প্রাণের প্রতীক। আল্লাহ সহায় হলে আগামীতে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।
ভবিষ্যতে কৃষকরা কৃষি কার্ড পাবেন, পরিবারের নারীরা ফ্যামিলি কার্ড পাবেন। সবার সম্মিলিত সহযোগিতায় একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। সে ক্ষেত্রে যুবদলকে অতীতের মতোই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
দোহাজারীকে চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসমুক্ত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী নির্বাচন কঠিন হবে, তাই পারস্পরিক সম্মান বজায় রেখে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করতে হবে।”