Search
Close this search box.

ধর্ষণ থেকে বাঁচতে নারীদের যে পরামর্শ দিলেন নায়ক রুবেল

দেশজুড়ে প্রতিনিয়ত বিভিন্ন বয়সী নারীরা হেনস্তার শিকার হচ্ছেন। বাদ পড়ছে না শিশুও। এ অবস্থায় নারীর নিরাপত্তা নিয়ে শঙ্কিত সবাই। বিনোদন অঙ্গনের তারকারাও কথা বলছেন বিষয়টি নিয়ে। জনপ্রিয় চিত্রনায়ক রুবেল মনে করছেন ধর্ষণ ও হেনস্তা থেকে রক্ষা পেতে নারীদের কারাতে শিক্ষা জরুরি।

সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে কথোপকথনের সময় রুবেল বলেন, আমি সবসময় বলে এসেছি কারাতে মেয়েদের জন্য খবুই দরকার। এর কোনো বিকল্প নেই। বহু বছর আগে ময়মনসিংহে রূপাকে যখন ড্রাইভারেরা ধর্ষণ করেছিল তখনই বলেছিলাম আমাদের কারাতে শেখা উচিত।

শিক্ষাপ্রতিষ্ঠানে কারাতে শিক্ষা দেওয়া উচিত উল্লেখ করে এ নায়ক বলেন, স্কুল-কলেজে কারাতে শিক্ষায় শিক্ষিত হওয়া উচিত। আমি মনে করি ছেলেদের আগে নারীদের এই শিক্ষায় শিক্ষিত হওয়ায় বেশি জরুরি। একজন নারি যখন বাইরে যায় তখন আত্মরক্ষার প্রবণতা অনেক কম কাজ করে। সে যখন কারাতে শিক্ষায় শিক্ষিত হবে সে তখন নিজেকে বাঁচানোর পাশাপাশি নিজের পরিবারকেও বাঁচাতে পারবে।

এ সময় বিভিন্ন ধরনের আত্মরক্ষার কৌশলের নাম উল্লেখ করে তিনি বলেন, আমি মনে করি আমি বলতে চাই নারীদের জন্য মার্শাল আর্ট অপরিহার্য। এমনকি প্রতিটি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় তরুণীদেরর শেখা উচিত। আমরা যদি নারীদের কারাতের শিক্ষাটা দিতে পারি তাহলে ধর্ষণ থেকে ৭০ ভাগ পরিত্রাণ পাব।

রুবেলকে সবশেষ দেখা গেছে ওয়েব কনটেন্ট ‘ব্ল্যাক মানি’তে। এটি নির্মাণ করেছেন রায়হান রাফী। এতে আরও অভিনয় করেছেন পূজা চেরী, সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার প্রমুখ।