Search
Close this search box.

নড়াইলে সাবেক ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

নড়াইলে নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চঞ্চল শাহরিয়ার মিম (৩৪) কে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। বৃহস্পতিবার (১ মে) বিকালে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ডাক বাংলোর মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি গত ২০১৯ থেকে ২০২২সাল পর্যন্ত নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছে। গ্রেফতারকৃত চঞ্চল শাহারিয়ার মিম নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের আউড়িয়া গ্রামের সেলিম মন্ডলের ছেলে।

জানা যায়, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লোহাগড়া উপজেলায় পৃথক হামলার ঘটনায় আলাদা ভাবে তিনটি মামলায় দায়ের করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও বিএনপির নেতাকর্মীরা। মামলা করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা মুখ্য সংগঠন কাজী ইয়াজুর রহমান বাবু, শ্রমিকদল নেতা জাহিদুল ইসলাম ও লোহাগড়া ওয়ার্ড বিএনপি নেতা শহিদুল ইসলাম।

পৃথক তিনটি মামলার অভিযোগ তোলা হয়, গত বছরের ৪ আগস্ট সকালে লোহাগড়া উপজেলার সিএন্ডবি চৌরাস্তা ও উপজেলা গেট সংলগ্ন পৃথক দুটি এলাকায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে শান্তিপূর্ণ মিছিল করছিলেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। এসময় আওয়ামীলীগ, ছাত্রলীগসহ নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র দেশীয় অস্ত্র লাঠিসোটা নিয়ে নিরীহ ছাত্র – জনতার উপর হামলা চালায় ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে ছাত্র -জনতা আহত হয় বলে অভিযোগ করে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়।