খুলনায় নানা বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে ইয়াছিন মোড়ল (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) ফুলতলার জামিরা গ্রামে এ ঘটনা ঘটে।
ইয়াছিন পাটকেলঘাটা এলাকার আলামিন মোড়লের ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আ. কুদ্দুস বলেন, কয়েকদিন আগে শিশু ইয়াছিন তার মায়ের সঙ্গে নানা কামরুল গাজীর বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার সকালে ওই শিশুটি বাথরুমে যাওয়ার জন্য বাইরে গেলে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়।
একটু পর শিশুটির মা খোঁজাখুঁজি শুরু করেন। এর কিছুক্ষণ পর পুকুরের মধ্যে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পায়। এ সময় স্বজনরা এসে তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন ঢাকা পোস্টকে বলেন, শিশুটি নানা বাড়িতে বেড়াতে এসেছিল। সকালে বৃষ্টির মধ্যে বাথরুমে যাওয়ার জন্য বের হয়। কাঁচা বাথরুমে যাওয়ার সময় টিউবওয়েলের সামনে পা পিছলে পুকুরে পড়ে যায়। পরবর্তীতে শিশুটির পরিবার পুকুরে তাকে দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।