নানা অনিয়মে জর্জরিত রাজবাড়ী বিআরটিএ, টাকা ছাড়া মেলে না সেবা

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) রাজবাড়ীর দপ্তরে ভোগান্তির শেষ নেই। ড্রাইভিং লাইসেন্স পেতে একাধিকবার ধরনা দিতে হয় বিআরটিএ অফিসে। এ ছাড়াও টাকা ছাড়া মেলে না গাড়ির ফিটনেস সার্টিফিকেট। দালাল বা সাধু বাবা ধরলে পরীক্ষা ছাড়াই মেলে ড্রাইভিং লাইসেন্স।

অভিযোগ রয়েছে, চাহিদামতো ঘুষ না দিলে কিংবা দালাল ছাড়া ড্রাইভিং লাইসেন্স পেতে পদে পদে ভোগান্তির শিকার হতে হচ্ছে লাইসেন্স প্রত্যাশীদের। লিখিত ও মৌখিক পরীক্ষা এবং ফিল্ড (মাঠ) টেস্টে পাস করার পর নির্ধারিত ফি জমা পর্যন্ত চলে ঘুষের কারবার। আবার লিখিত পরীক্ষায় ফেল করলে কর্মকর্তার সুপারিশ হলে দিতে হয় না মৌখিক পরীক্ষা ও ফিল্ড টেস্ট। স্বয়ংক্রিয়ভাবে রাতে ম্যাসেজ চলে যায় পাসের।

সম্প্রতি রাজবাড়ীর বিআরটিএর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা চলাকালীন অনুসন্ধানের সময় ব্যাপক অনিয়মের চিত্র দেখা গেছে।