মোহাম্মদ ইউছুপ, চট্টগ্রাম:
রমজানে মসজিদে মুসল্লিদের চাপ বেশি থাকে। তবে জাহিদ (২৯) এর মতো ঘটনা সবার সাথে ঘটে না!
ঘটনার শুরু
তারাবির নামাজে দাঁড়ানোর আগে জাহিদ ফোন সাইলেন্ট করতে ভুলে গেল। নামাজের মাঝেই ফোন বাজতে শুরু করল!
আর গানের রিংটোন?
“ওরে রে! বাজারে লেগেছে আগুন!” 🔥🎵
পেছনে সবাই নামাজ ভুলে হাসি চেপে রাখার চেষ্টা করছে!
ইমাম সাহেব তাকিয়ে আছেন, পাশের মুসল্লিরা মুখ নিচু করে আছে, আর জাহিদ ভাবছে,
“আল্লাহ! এখন কী করি?”
পরের দিন থেকে জাহিদ ফোন বন্ধ করেই মসজিদে যেতে শুরু করল! 😆
Post Views: ৩৪