ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের দুইটি গ্রাম থেকে গত চারদিন আগে আলাদা সময়ে নিখোঁজ হয় ৫ ও ১০ বছর বয়সের দুই শিশু। এই দুই শিশুর পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে না পেয়ে পরদিন ১০ বছর বয়সের শিশুর মরদেহ বাড়ির কিছু দূরের এক পুকুরে ফেলে যায় অপহরণকারীরা। আরেক শিশুর পরিবারের কাছে অপরিচিত নম্বর থেকে মোটা অঙ্কের টাকা দাবি করা হচ্ছে। না দিলে ইনজেকশন পুশ করে মেরে ফেলা হবে বলে হুমকি প্রদান করা হচ্ছে।
এ ঘটনার পর নিখোঁজ শিশুর পরিবার দিশাহারা।
গত শুক্রবার (১১ জুলাই) গফরাগাঁয়ের পাগলা থানার ওই ইউনিয়নের দীঘিরপাড় গ্রাম থেকে বেলা সাড়ে ১১টায় নিখোঁজ হয় ওই গ্রামের সুলতান মিয়ার নাতি আয়মান। সে নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বারঘরিয়া গ্রামের আকন্দ বাড়ির প্রবাসী আল-আমীন আকন্দের ছেলে। কিছু সময় পর নিখোঁজ হয় স্থানীয় অতারবাড়ি চর শাঁখচুড়া গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে সিফাত মিয়া।
অন্যদিকে, আরেক শিশু আয়মানের পরিবারের কাছে গত শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত কয়েক দফায় নানা অঙ্কের টাকা চাওয়া যায়। বিকাশ নম্বর দিয়ে টাকা পাঠাতে বলা হয়।