পটিয়ায় বিদেশি পিস্তলসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং পটিয়া থানা পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ দুই যুবককে গ্রেপ্তারে করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে পটিয়া পৌরসভার ডাকবাংলা-হাইদগাঁও সড়কের হোটেল নূরজাহানের সামনে এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তাররা হলেন—চট্টগ্রাম মহানগরীর এনায়েত বাজার বাটালি রোড বরফ গলির আবু সৈয়দের ছেলে সাইদুল ইসলাম ফয়সাল (২৫), অপরজন নোয়াখালী কোম্পানীগঞ্জ মুছাপুর এলাকার মৃত ওজিউল্লাহর ছেলে মো. সালাউদ্দিন (৩৬)।

নগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি পদমর্যাদার এক নেতা সাইদুল ইসলাম ফয়সালকে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা ছাত্রদলের সিনিয়ার যুগ্ম আহবায়ক বলে নিশ্চিত করেছেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম। অভিযানকালে একটি মোটরসাইকেলে সন্দেহজনকভাবে চলাচলরত দুই ব্যক্তিকে থামিয়ে তল্লাশি করলে তাদের হেফাজত থেকে একটি যুক্তরাষ্ট্রে তৈরি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে, তারা অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় এবং অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে অস্ত্রটি বহন করছিল।