পতেঙ্গা এলাকায় কর্ণফুলী দুই জেলের লাশ কর্ণফুলী নদী থেকে উদ্ধার

পতেঙ্গা এলাকায় কর্ণফুলী নদীতে ভাসমান অবস্থায় দুটি লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বঙ্গোপসাগরের উপকূলে ডুবে যাওয়া মাছ ধরার ট্রলারের নিখোঁজ আটজন জেলের দুজন এরা। গত রাতে আত্মীয়–স্বজন এসে লাশ শনাক্ত করেছে।

নৌ পুলিশের সদরঘাট থানার ওসি মোহাম্মদ আরিফ বলেন, শনিবার বিকালে পতেঙ্গায় কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাটের অদূরে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়। এরপর কাছাকাছি এলাকায় আরেকটি লাশ উদ্ধার করা হয়। পুলিশ সুরতহাল রিপোর্ট করে লাশ উদ্ধার করে এনেছে। নিখোঁজ জেলেদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা আসার পর প্রথমে একজন জেলের লাশ শনাক্ত করা হয়। পরবর্তীতে রাতে অপর লাশের পরিচয় সম্পর্কেও নিশ্চিত হওয়া গেছে। লাশ দুটি নিখোঁজ ৮ নাবিকের মধ্যে দুজনের বলে রাতে জানিয়েছে কোস্টগার্ড। বৃহস্পতিবার দুপুরে একটি জাহাজের ধাক্কায় এফবি অনিকা নামে মাছ ধরার একটি ট্রলার বঙ্গোপসাগরের চট্টগ্রাম উপকূলের কাছে সাগরে ডুবে যায়। ট্রলারটি সাগরে মাছ ধরতে সেদিন কর্ণফুলী নদীর ফিশারিঘাট থেকে রওনা হয়েছিল। ওই ট্রলারে ১৯ জন জেলে ছিলেন। সাগরে অন্য নৌযানের সঙ্গে ধাক্কা লাগার পর ট্রলারের ১১ জেলেকে অদূরে থাকা অন্য একটি ট্রলারের লোকজন উদ্ধার করে।

শুক্রবার সকালে ট্রলার ডুবির বিষয়টি কোস্টগার্ডকে জানায় ট্রলারের মালিকপক্ষ। তখন জেলেদের খোঁজে সাগরে তল্লাশি শুরু করে কোস্টগার্ড। নিখোঁজ জেলেদের সবাই নোয়াখালী জেলার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

সদরঘাট নৌ পুলিশ জানিয়েছে, লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা হয়েছে।