Search
Close this search box.

পদ্মা সেতুর টোল প্লাজায় যানবাহনের চাপ, বেশিরভাগই মোটরসাইকেল

পদ্মা সেতুর টোল প্লাজায় যানবাহনের চাপ, বেশিরভাগই মোটরসাইকেল নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের চাপ বেড়েছে দেশের দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার পদ্মা সেতুতে। পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় সকাল থেকে যানবাহনের চাপ লক্ষ্য করা গেছে। এর অধিকাংশই মোটরসাইকেল।

সরেজমিনে দেখা যায়, আজ শুক্রবার সকাল থেকে সেতুর টোল প্লাজায় যানবাহনের চাপ বাড়তে থাকে। টোল প্লাজায় এক কিলোমিটার পর্যন্ত দীর্ঘ গাড়ির সারি দেখা গেছে। অতিরিক্ত যানবাহনের টোল নিতে সময় লাগায় সৃষ্টি হয়েছে এই সারি। মোটরসাইকেলের পাশাপাশি রয়েছে অন্যান্য পরিবহনের জটও। তবে এখন পর্যন্ত সড়কপথে যানজট কিংবা ভোগান্তি না থাকায় স্বস্তির হাসি দেখা গেছে বাড়ি ফেরা মানুষের মুখে।

এদিকে, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজা এলাকায় ৭টি বুথে টোল আদায় করা হচ্ছে। তবে মোটরসাইকেলের জন্য বরাবরের মতোই এবারও রয়েছে আলাদাভাবে টোল নেওয়ার ব্যবস্থা।

পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ জানিয়েছেন, সেতুতে স্বাভাবিক সময়ের তুলনায় টোল আদায় বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সেতুতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৭ লাখ ৬৭ হাজার ৮৫০ টাকা। এ সময় মাওয়া প্রান্ত হয়ে পদ্মা সেতু পারি দিয়েছে ১৭ হাজার ৩৩৫টি যানবাহন। এছাড়া উভয় প্রান্তে চলাচল করেছে ৮৭ হাজার ৬৮৩টি যানবাহন।