Search
Close this search box.

পরীক্ষার হলে ‘গুগল মামা’ ডাকলেন ছাত্র, তারপর যা হলো!

পরীক্ষার হলে নকল ঠেকাতে এবার কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে শাকিব (২২) এমন এক কান্ড করল, যা সবাইকে হতবাক করে দিল!

ঘটনার শুরু

পরীক্ষার হলে ঢুকে শাকিব দেখল প্রশ্নপত্র একদম কঠিন! মাথায় কিছু আসছে না।

হঠাৎ সে মনে মনে ভাবল,

“ইশ! গুগল মামা থাকলে সব উত্তর পেয়ে যেতাম!”

কিন্তু হতাশ না হয়ে সে ফোন বের করে গুগল অ্যাসিস্ট্যান্ট চালু করল। আর কী কপাল! পরীক্ষার হলে নীরবতার মধ্যে মোবাইল বলে উঠল—

📢 “I’m sorry, I didn’t catch that. Can you repeat?”

পুরো হল এক মুহূর্তের জন্য স্তব্ধ!

শিক্ষক তার দিকে তাকিয়ে বললেন,

“গুগল মামা কি তোমার হয়ে পরীক্ষা দেবে?” 🤨

শাকিব চুপচাপ মোবাইল অফ করল। পরে বুঝল,

“পরীক্ষার হলে কষ্ট করে পড়া শেখাই ভালো!” 😅