Search
Close this search box.

পাকিস্তানে বাস থেকে নামিয়ে ৭ যাত্রীকে গুলি করে হত্যা

পাকিস্তানে একটি বাসে হামলা চালিয়ে সাত যাত্রীকে হত্যা করেছে সশস্ত্র বন্দুকধারীরা। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) গভীর রাতে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বারখান জেলায় এ ঘটনা ঘটে। বাসটি লাহোরে যাচ্ছিল।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জেলা প্রশাসক ওয়াকার খুরশিদ আলম রয়টার্সকে জানিয়েছেন, প্রায় ৪০ জনের একটি সশস্ত্র দল বেশ কয়েকটি বাস ও যানবাহন থামিয়ে যাত্রীদের জাতীয় পরিচয়পত্র পরীক্ষা করে। এরপর ওই বাস থেকে সাত যাত্রীকে জোর করে নামিয়ে গুলি করে।

নিহত সাতজনই মধ্য পাঞ্জাব প্রদেশের বাসিন্দা বলে জানান ওই কর্মকর্তা।

 

এদিকে ওই এলাকার সহকারী কমিশনার খাদিম হুসেন বলেন, পাঞ্জাবের দক্ষিণাঞ্চলীয় শহর ডেরা গাজি খানের সাথে বারখানকে সংযুক্তকারী একটি মহাসড়কে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি এবং হত্যাকাণ্ডের পেছনের উদ্দেশ্যও স্পষ্ট নয়। কর্মকর্তারা জানান, এলাকাটি ঘিরে ফেলা হয়েছে। তবে আক্রমণকারীরা পালিয়ে গেছে।

 

এর আগে শুক্রবার, কয়লা খনি শ্রমিকদের বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে বোমা হামলায় কমপক্ষে ১১ জন নিহত এবং ছয়জন আহত হন।

আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী এই প্রদেশটিতে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের বিরুদ্ধে কয়েক দশক ধরে লড়াই চলছে।