Search
Close this search box.

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় ২৬ বেসামরিক নিহত

মধ্যরাতে পাকিস্তানে চালানো ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তিনি আরো জানান, এই হামলায় আহত হয়েছেন আরো ৪৬ পাকিস্তানি। খবর ডনের।

এদিকে পাকিস্তানের সামরিক মুখপাত্র জানিয়েছেন, বাহাওয়ালপুরের পূর্ব আহমেদপুরে ১৩ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ২-৩ বছর বয়সী একটি মেয়ে শিশু ও ৭ জন নারী রয়েছেন।

ওই মুখপাত্র আরো জানান, মুজাফফরাবাদের কাছে বিলাল মসজিদে হামলায় ৩ জন নিহত হয়েছেন। এখানে দুই শিশু আহত হয়েছে।

এছাড়া কোটলিতে আরেকটি মসজিদে হামলায় ১৬ বছর বয়সী এক কিশোরী ও ১৮ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। এখানে আহত হয়েছে এক মা ও তার মেয়ে।

আইএসপিআরের মহাপরিচালক পাঞ্জাবের মুরিদকেতে উম্মালকুড়া মসজিদে হামলায় তিন জন নিহত ও একজন আহত হয়েছেন। শিয়ালকোট এবং শকরগড়ের হামলার কোনো হতাহত হয়নি বলে জানান তিনি।

তিনি আরো জানান, নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনাবাহিনীর গুলিবর্ষণে পাঁচ বছর বয়সী এক শিশুসহ পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তিনি বলেন, দয়া করে ভুলে যাবেন না, ভারত ধর্মীয় উপসানলায়কে লক্ষ্যবস্তু করেছে। এটা সংখ্যালঘুদের বিশেষ করে মুসলমানদের দমন ও লক্ষ্যবস্তুতে পরিণত করা মোদীর হিন্দুত্ববাদী সরকারের সংকীর্ণ চিন্তাভাবনাকে প্রতিফলিত করে।