Search
Close this search box.

পাটখেত থেকে নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার

জামালপুরের বকশীগঞ্জে মুখমণ্ডল পুড়িয়ে দেওয়া অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৬ মে) সকাল ১০টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের বান্দের পাড় এলাকার একটি পাটখেত থেকে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, সকালে খেতে কাজ করতে গিয়ে পাটখেতে অজ্ঞাত নারীর (৩৫) বিবস্ত্র মরদেহ দেখতে পান স্থানীয় কৃষকরা। বিষয়টি জানাজানি হলে বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে থানা পুলিশ মুখমণ্ডল পুড়িয়ে ফেলা মরদেহটি উদ্ধার করেন।

স্থানীয় ও পুলিশের ধারণা কেউ যাতে চিনতে না পারে সেজন্য তার মুখ পুড়িয়ে দেওয়া হতে পারে।

বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, ওই নারীকে মুখ পুড়িয়ে দেওয়ায় কেউ তাকে চিনতে পারেননি। মরদেহে উদ্ধার করা হয়েছে। লাশ শনাক্তে পিবিআইকে খবর দেওয়া হয়েছে। তারা এসে শনাক্ত করতে সহায়তা করবে। এ ঘটনায় পুলিশ খুনিকে দ্রুত আইনের আওতায় আনতে মাঠে কাজ শুরু করেছে।