Search
Close this search box.

পুড়ছে হলিউড, কাঁদছে জায়েদ খানের মন

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ছড়িয়ে পড়া দাবানলের আগুনে পুড়ে ছাই হয়েছে হলিউডের অনেক তারকার বাড়ি। পাশাপাশি হলিউডের বিশ্ববিখ্যাত অনেক স্থান পুড়ে গেছে। যুক্তরাষ্ট্রে অবস্থান করায় এই দাবানলের আঁচে মন কাঁদছে চিত্রনায়ক জায়েদের।
যুক্তরাষ্ট্র থেকে তিনি জানিয়েছেন, ক্যালিফোর্নিয়ায় যেসব স্থানে দাউ দাউ করে আগুন জ্বলছে কিছুদিন আগেও তিনি সেখানে গিয়েছিলেন।
বৃহস্পতিবার রাতে হলিউডে দাবালের কয়েকটি ছবি জায়েদ খান তার ফেসবুকে পোস্ট করে লিখেছেন, প্রে ফর ক্যালিফোর্নিয়া, ইউএসএ।
পরে জায়েদ বলেন, যেসব স্থানে আগুন দাউ দাউ করে জ্বলছে অনেক স্থানে আমি একাধিকবার গিয়েছি। অনেক স্মৃতি জড়িয়ে আছে। সেখানে হলিউডে অনেক আর্টিস্টদের বাড়ি রয়েছে। খুবই পশ এরিয়া। বহু অভিনেতা-অভিনেত্রী এবং সংগীতশিল্পীকে প্রাণে বাঁচতে এক কাপড়ে বাড়ি ছাড়তে হয়েছে। আমার ভিতরটা সত্যিই কাঁদছে। এজন্য সমবেদনা প্রকাশ করতে ফেসবুকে পোস্ট করেছি।
জায়েদ আরও জানান, এর আগে হলিউডের বড় এক অংশের কলাকুশলী সাথে কর্ম বিরতিতে গিয়েছিলেন। পরে রাস্তায় মানব বন্ধনে নামলে তিনিও শিল্পী হিসেবে সমর্থন দিয়ে পথে নেমেছিলেন। জায়েদ বলেন, শিল্পীর কোনো দেশ নেই। শিল্পী হিসেবে আমার শিল্পীদের প্রতি সহমর্মিতা রয়েছে।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফায়ার সার্ভিস বিভাগ বলেছে, দাবানলে হলিউড হিলসের ৫০ একর জায়গা পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ৫০-৬০ বিলিয়ন ডলারের বেশি ক্ষতির আশংকা করা হচ্ছে।
এই অগ্নিকাণ্ডে অভিনেত্রী জেমি লি কার্টিস, প্যারিস হিলটন, ম্যান্ডি মুর, অ্যাড্রিয়েন ব্রডি এবং অস্কারের প্রাক্তন সঞ্চালক বিলি ক্রিস্টাল আগুনে তাদের বাড়ি হারিয়েছেন। অনেকে তাদের সোশ্যাল হ্যান্ডেলে নিজেদের বাড়ি হারানো ও ক্ষতিক্ষতির বিষয় জানিয়ে পোস্ট দিয়েছেন।