
চট্টগ্রামে পুলিশের ওপর হামলা ও ভাংচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সালাউদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে নাসিরাবাদ হাউজিং সোসাইটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
জানাযায়, গত ৫ মে সকালে মাওলানা রঈস উদ্দিন হত্যার বিচারের দাবিতে অনুমতিবিহীন “অবরোধ কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ”এর আয়োজন করে ইসলামী ফ্রন্ট ও ছাত্রসেনা। পাঁচলাইশ থানার মুরাদপুর মোড়ে পুলিশের বাধা পেয়ে তারা হাতে থাকা কাঠ, বাঁশ ও ইট-পাথর নিক্ষেপ করে পুলিশের ওপর চড়াও হয়। ওই সময় পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমানসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. নুরুজ্জামান জানান ঘটনার পর পরই ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। সালাউদ্দিনসহ দুজন পলাতক ছিলেন। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় নাসিরাবাদ হাউজিং সোসাইটির একটি বাসায় অভিযান চালিয়ে সালাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।