চট্টগ্রামে চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত সাহাবা হজ্ব এন্ড ট্রাভেল এজেন্সির মালিক জাহেদুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া থানার কাঞ্চনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়। র্যাব জানায়, হজ্ব ও ট্রাভেল এজেন্সির আড়ালে জাহেদুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতেন।
একটি চেক প্রতারণা (এনআই অ্যাক্ট) মামলায় আদালত তাকে এক বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।