প্রয়োজন পূরণে রাসুল (সা.) যে দোয়া পড়তে বলেছেন

রাসুল (সা.) জিরিক করতেন। তিনি উঠতে ও বসতে আল্লাহর স্মরণ করতেন। একটি হাদিসে রাসুল (সা.) একটি জিকিরের কথা বলেছেন যা পড়লে দুনিয়া ও আখিরাতের চেয়েও উত্তম।

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ ، قَالَ : حَدَّثَنَا سَلَمَةُ ، قَالَ : سَمِعْتُ أَنَسًا ، يَقُولُ : ” أَتَتِ امْرَأَةٌ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَشْكُو إِلَيْهِ الْحَاجَةَ ، أَوْ بَعْضَ الْحَاجَةِ ، فَقَالَ : أَلا أَدُلُّكَ عَلَى خَيْرٍ مِنْ ذَلِكَ ؟ تُهَلِّلِينَ اللَّهَ ثَلاثِينَ عِنْدَ مَنَامِكِ ، وَتُسَبِّحِينَ ثَلاثًا وَثَلاثِينَ ، وَتَحْمَدِينَ أَرْبَعًا وَثَلاثِينَ ، فَتِلْكَ مِائَةٌ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا

আনাস (রা.) বলেছেন, এক নারী কোনো প্রয়োজন পূরণে নবী করিম (সা.)-এর কাছে কাছে আসেন।

রাসুল (সা.) বলেন, আমি কি তোমাকে এর চেয়েও উত্তম কিছু বলব না? তুমি শোয়ার সময় তেত্রিশ বার ‘লা ইলাহা ইল্লাল্লাহ’, তেত্রিশবার ‘সুবহানাল্লাহ’ এবং চৌত্রিশবার ‘আলহামদু লিল্লাহ’ বলবে। এতে এক শ বার হবে। তা দুনিয়া ও তার মধ্যকার সব কিছুর চেয়ে উত্তম। (মুসনাদ আহমাদ, ইবনে হিব্বান)