
ম নগরীর হাজারী লেন এলাকায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ক্যাম্পাসে আশিফুল হক (২৫) নামের এক ছাত্রলীগ নেতাকে মারধরের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি একই বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থী ও চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে আইন অনুষদ ভবনের দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানিয়েছে, আশিফুল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে এসেছিলেন। সে সময় কিছু শিক্ষার্থী তাকে চিনে ফেলেন এবং আটক করে মারধর শুরু করেন। তারা ছাত্রলীগ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশকে জানায় এবং তাকে সোপর্দ করে।