ফটিকছড়ির ভূজপুরে মোহাম্মদ কামাল উদ্দিন (২৮) নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

ফটিকছড়ির ভূজপুরে মোহাম্মদ কামাল উদ্দিন (২৮) নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ভূজপুর ইউপির পূর্ব ভূজপুর রাবার ড্যাম ইমামনগর ডলু আড়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত কামাল একই এলাকার বাসিন্দা মোহাম্মদ শামসুল আলমের ছেলে।

স্থানীয় মোহাম্মদ তারেকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, কামাল বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

তাৎক্ষণিকভাবে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।