ডেঙ্গু আক্রান্ত হয়ে বছরের প্রথমদিন কেউ প্রাণ হারায়নি। তবে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, আজ সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে সর্বোচ্চ ২২ জন রোগী ঢাকা বিভাগের (দুই সিটি করপোরেশন বাদে) বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৫, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৪, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১২, চট্টগ্রাম বিভাগে ৯, রাজশাহী বিভাগে ৫, খুলনা বিভাগে ৪, ময়মনসিংহ বিভাগে ৪ এবং সিলেট বিভাগের হাসপাতালে ১ জন ভর্তি হয়েছেন।
Post Views: ২৯