বাঁশখালীতে আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪

চট্টগ্রামের বাঁশখালীতে মনছুর গ্রুপের সঙ্গে কবির গ্রুপের গোলাগুলি হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন ৪ জন। সোমবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সরল ইউনিয়নের নুতনবাজার এলাকায় এই ঘটনা ঘটে। এই গোলাগুলি চলে ১২টা পর্যন্ত।

গুলিবিদ্ধ ৪ জন হলেন- আবু তাহের (৫৫), মোহাম্মদ রুবেল (১৮), নুরুল আবছার (১৭) ও সাইদুল ইসলাম (১৮)‌।

বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সৌরভ দেব জানান, আহত অবস্থায় ১০-১২ জনকে হাসপাতালে আনা হয়। সবাইকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে। আহতদের মধ্যে ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন।

বাঁশখালী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, সরলে আধিপত্য বিস্তার নিয়ে ইট পাটকেল ছুঁড়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে আহত ৮-৯ জন চিকিৎসা নিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।