 চট্টগ্রামের বাঁশখালীতে মনছুর গ্রুপের সঙ্গে কবির গ্রুপের গোলাগুলি হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন ৪ জন। সোমবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সরল ইউনিয়নের নুতনবাজার এলাকায় এই ঘটনা ঘটে। এই গোলাগুলি চলে ১২টা পর্যন্ত।
চট্টগ্রামের বাঁশখালীতে মনছুর গ্রুপের সঙ্গে কবির গ্রুপের গোলাগুলি হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন ৪ জন। সোমবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সরল ইউনিয়নের নুতনবাজার এলাকায় এই ঘটনা ঘটে। এই গোলাগুলি চলে ১২টা পর্যন্ত।
গুলিবিদ্ধ ৪ জন হলেন- আবু তাহের (৫৫), মোহাম্মদ রুবেল (১৮), নুরুল আবছার (১৭) ও সাইদুল ইসলাম (১৮)।
বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সৌরভ দেব জানান, আহত অবস্থায় ১০-১২ জনকে হাসপাতালে আনা হয়। সবাইকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে। আহতদের মধ্যে ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন।
বাঁশখালী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, সরলে আধিপত্য বিস্তার নিয়ে ইট পাটকেল ছুঁড়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে আহত ৮-৯ জন চিকিৎসা নিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
 
				