বাঁশখালীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে একজনের পা বিচ্ছিন্ন |

চট্টগ্রামের বাঁশখালীতে সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মোঃ হোসাইন নামে একজনের পা বিচ্ছিন্ন হয়েছে যায়।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুর আনুমানিক সাড়ে ১২ টায় দিকে পুকুরিয়া ইউনিয়ন ইউনিয়নের এককাইত্তা পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত হোসাইন বাঁশখালীর শেখেরখীল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকার আজিজুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ হোসাইন উত্তর দিক থেকে সিএনজি অটোরিকশা যোগে বাঁশখালী নিজ বাসায় আসার মূহুর্তে পুকুরিয়া ইউনিয়নের এককাইত্তা পুকুর পাড় এলাকায় আসতে সড়কের বাম পাশে থাকা ট্রাকের সাইড দিয়ে যাওয়ার মুহূর্তে সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় মোঃ হোসাইনের একটি পা বিছিন্ন হয়ে রাস্তার মাঝখানে পড়ে থাকে।

পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে স্থানীয় সিবি হসপিটালে নিয়ে যান। আঘাত গুরুতর হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও সিএনজি দুটি জব্দ করেছে। আইনি প্রক্রিয়া চলছে।’