মোঃ সাইফুল ইসলাম
চট্টগ্রামের বাঁশখালী থানাধীন পুইছড়ি এলাকায় ৪ হাজার পিস ইয়াবা সহ ১ মাদক কারবারি কে গ্রেফতার এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত ১টি মোটর সাইকল জব্দ করেছে পুলিশ ১ মে বৃহস্পতিবার দুপুর অনুমান ১২:৩০ ঘটিকার সময় বাঁশখালী থানার এসআই (নিঃ) মোঃ জামাল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া বাঁশখালী থানাধীন ১১নং পুইছড়ি ইউপির ১নং ওয়ার্ডের ফুটখালী ব্রীজের দক্ষিণ পাশে জান্নাত এগ্রো ফার্মের সামনে পাকা রাস্তার উপর হইতে মোঃ শরিফ(৩১), নামে এক মাদক কারবারি কে গ্রেফতার করেন। ধৃত ব্যক্তি কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন দক্ষিণ পাড়া, হোসেনের বাড়ী, শাহপরীর দ্বীপ ইউপি, ০৭নং ওয়ার্ড, এলাকার জনৈক মৃত হোসেন আহমদ পুত্র। এসময় তার শরীরে তল্লাশি চালিয়ে ৪০০০(চার হাজার) পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহন কাজে ব্যবহ্নত ০১টি মোটর সাইকেল জব্দ করা হয়েছে। বাশঁখালী থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, এই সংক্রান্তে বাঁশখালী থানার মাদক মামলা নং-০৪, তারিখ-০১/০৫/২০২৫ইং, ধারা-৩৬(১) সারণির ১০(খ)/৩৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়। ধৃত আসামীকে আদালতে প্রেরন করা হবে।

Post Views: ১১