বাঁশখালি প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালী থানার গেইট এলাকায় ২ দেশীয় তৈরী এক নলা বন্দুক ও ১ টি দেশীয় তৈরী এলজি সহ ২ সন্ত্রাসী কে গ্রেফতার করেছে পুলিশ।
১১মে রবিবার ভোর অনুমান ৬:৩০ ঘটিকার সময় বাঁশখালী থানার এসআই (নিঃ) মোঃ জামাল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া বাঁশখালী থানার গেইটে চেকপোস্ট বসিয়ে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা থামিয়ে অস্ত্র সহ কক্সবাজার জেলার পেকুয়া ইউপি’র টইটং ৮ নং ওয়ার্ড শরীফ মিয়ার বাড়ীর মৃত ফজলুল করিমের পুত্র সাখাওয়াত হোসেন (২৭), ও বাশখালী পৌরসভার ৫ নং ওয়ার্ড মিয়ার বাজার মিজ্জির বাড়ী এলকার জনৈক আহমদ হোসেনের পুত্র মোঃ ইলিয়াছ কে গ্রেফতার করেন। পরে স্থানীয় দের উপস্থিতি তে তাদের শরীর ও ব্যাগ তল্লাশী করিয়া সাখাওয়াতের ডান হাতে থাকা ব্যাগে কাপড় মোড়ানো ২ টি দেশীয় তৈরী সচল কালো রংয়ের এক নলা বন্দুক লোহার ও কাঠের অংশ পৃথক ৪ ভাগে বিভক্ত অবস্থায় পাওয়া যায়। ইলিয়াসের বাম হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশী করিয়া ১ টি দেশীয় তৈরী সচল কালো রংয়ের এলজি লোহার ও কাঠের অংশ ২ ভাগে পৃথক অবস্থায় পাওয়া যায়। ধৃত সন্ত্রাসীদ্বয় অস্ত্র গুলো পেকুয়া থেকে সংগ্রহ করতঃ চট্টগ্রাম শহরের মইজ্জ্যার টেক এলাকায় নিয়ে যাচ্ছেন বলে স্বীকার করেছেন।
বাশঁখালী থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন,এই সংক্রান্তে বাঁশখালী থানার মাদক মামলা নং-১৬, তারিখ-১১/০৫/২০২৫ইং, ধারা: 19A, Arms act,1878 , রুজু করা হয়। ধৃত আসামীকে আদালতে প্রেরন করা হবে।