আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ ‘ব্লকেড’ করে রেখেছেন বিক্ষোভকারীরা। তবে এই কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেননি বলে জানা গেছে।
এদিকে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শাহবাগে আমন্ত্রণ জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। শুক্রবার রাতে হাদি তার ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশের বেগম জিয়া, শাহবাগে হাজারো শহীদ পরিবার ও সারা দেশ আপনার অপেক্ষায়। ’
এর আগে বিএনপির উদ্দেশে একটি পোস্ট দিয়েছেন এনসিপির নেতা সারজিস আলম। ফেসবুক পোস্টে সারজিস লিখেছেন, বিএনপি এবং তার অঙ্গসংগঠন ব্যতীত সকল রাজনৈতিক দল এখন শাহবাগে। বিএনপি আসলে জুলাইয়ের ঐক্য পুনঃপ্রতিষ্ঠিত হবে। ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়।
Post Views: ৫