Search
Close this search box.

বাংলাদেশের মঙ্গল ভারতের চেয়ে বেশি কেউ চায় না: জয়শঙ্কর

বাংলাদেশের প্রতি ভারতের সদিচ্ছার কথা পুনর্ব্যক্ত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, ভারতের চেয়ে বেশি কোনো দেশ বাংলাদেশের মঙ্গল কামনা করে না। এটা ভারতের ডিএনএ-তে আছে।

বুধবার নয়াদিল্লিতে ‘রাইজিং ইন্ডিয়া সামিট ২০২৫’-এর এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। একইসাথে বাংলাদেশ যেন *“সঠিক পথে চলে ও সঠিক কাজ করে”*— এমন প্রত্যাশাও ব্যক্ত করেন জয়শঙ্কর।

সম্প্রতি থাইল্যান্ডে ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠকের পর এই মন্তব্যগুলো দক্ষিণ এশিয়ায় রাজনৈতিকভাবে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

জয়শঙ্কর আরও বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক অনন্য, এটা জনগণের সম্পর্ক। তবে সম্প্রতি কিছু উগ্র প্রবণতা, সংখ্যালঘুদের ওপর হামলা ও জনঅসন্তোষ আমাদের উদ্বিগ্ন করছে।

তিনি জানান, এসব বিষয় নিয়ে ভারত খোলামেলা আলোচনা করছে এবং চায় বাংলাদেশ গণতন্ত্রে ফিরে যাক।