Search
Close this search box.

বাংলাদেশের শুল্ক স্থগিত, ট্রাম্পকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন দেশের ওপর আরোপ করা পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিতের ঘোষণার পর তাকে ধন্যবাদ জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ পাল্টা শুল্ক আরোপের পর গত ৭ এপ্রিল তাকে চিঠি লিখেছিলেন প্রধান উপদেষ্টা।

দায়িত্ব বুঝে নেয়ার পরই বিশ্ব জুড়ে শুল্ক যুদ্ধে নামেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন দেশের ওপর করের বোঝা চাপিয়ে তৈরি করেন টালমাটাল পরিস্থিতি।

 

সর্বশেষ গেল ২ এপ্রিল বিভিন্ন দেশের পণ্যের ওপর গড়ে ৫০ শতাংশ হারে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। ওই সিদ্ধান্তে তোলপাড় শুরু হয় দেশে দেশে। ৩৭ শতাংশ শুল্ক আরোপের ঘোষণায় চিন্তার ভাঁজ পড়ে বাংলাদেশে।

সমস্যা উত্তরণে পদক্ষেপ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিন মাসের জন্য বর্ধিত শুল্ক স্থগিতে খোদ ডোনাল্ড ট্রাম্পকেই চিঠি পাঠান তিনি। চিঠি পাঠানোর তিন দিনের মধ্যেই
সকল শঙ্কার অবসান ঘটিয়ে শুল্ক স্থগিতের ঘোষণা এলো ট্রাম্পের পক্ষ থেকে।

বাংলাদেশসহ বেশির ভাগ দেশের ওপর আরোপ করা পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছেন তিনি। এসময় দেশগুলোর পণ্যে পাল্টা শুল্ক ন্যূনতম ১০ শতাংশ কার্যকর হবে। বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প এমনটাই জানান।

মার্কিন প্রেসিডেন্টের এমন ঘোষণার পর পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ধন্যবাদ জানান, প্রধান উপদেষ্টা। তিনি লেখেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য এজেন্ডার সমর্থনে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করা অব্যাহত থাকবে।