Search
Close this search box.

বাংলাদেশের সীমান্ত থেকে ‘ভারতীয় ড্রোন’ উদ্ধার

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তের ধানক্ষেত থেকে একটি ড্রোন ক্যামেরা উদ্ধার করা হয়েছে। এতে এলাকায় সাধারণ জনগণের মধ্যে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।

বুধবার (১৪ মে) রাত ৯টার দিকে সীমান্তের ঘাসুড়িয়ার এলাকার বাংলাদেশ অভ্যন্তরে ৪০০ গজের মধ্যে একটি ধানক্ষেত থেকে জিপিএস লেখা ড্রোনটি উদ্ধার করে পুলিশ।

হাকিমপুর (হিলি) থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, গতকাল বুধবার বিকেলে হিলি সীমান্তের ঘাসুরিয়া সীমান্ত এলাকায় ধানক্ষেতে কাজ করছিলেন কৃষক প্রফুল টপ্প্য। এ সময় ধানক্ষেতে ড্রোন পড়ে থাকতে দেখে সেটি বাড়ি নিয়ে যান। এরপর এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে রাত ১০টার দিকে থানা পুলিশ ও বিজিবি ওই ড্রোনটি থানায় নিয়ে আসেন।

দিনাজপুর জেলা পুলিশ সুপার মারুফত হুসাইন কালবেলাকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সীমান্তের ওপার থেকে ড্রোনটি ওড়ানোর সময় বাংলাদেশে এসে পড়ে যায়। এটি ভারতীয় ড্রোন ক্যামেরা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।