বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনে ট্রাস্টি রুবেল বড়ুয়া

বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনে ট্রাস্টি রুবেল বড়ুয়া

রামু ট্রাজেডি একযুগ স্মরণে

সম্প্রীতির আহ্বান ও প্রবারণার আলোয় বিশ্ব শান্তি কামনা

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

২৯ সেপ্টেম্বর রামু ট্রাজেডি স্মরণ করে রুবেল বড়ুয়া বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বিশ্বশান্তির নীতি অনুশীলন হয় বৌদ্ধ বিহারগুলোতে। ২০১২ সালে রামু ট্রাজেডির ঘটনা পরবর্তী মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়াকে নিয়ে আমরা গিয়েছিলাম এবং রামু, উখিয়া, পটিয়া সহ বিহারগুলোতে আর্থিক সহায়তা দিয়েছি। আজ এ ঘটনার একযুগ পেরিয়ে গেলেও কেন জানিনা তার কোন সুরাহা বিগত সরকারের আমলে করা সম্ভব হয়নি। এ বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিম সম্প্রদায়ের। সকলের সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনের এ দেশ গঠিত। আগামী নির্বাচনকে সামনে রেখে আপনাদেরকে বলতে পারি, দেশনায়ক তারেক রহমানকে সরকার গঠনের জন্য যার যার এলাকায় ভোট দিয়ে জয়যাত্রায় সামিল হবেন। একমাত্র তারেক রহমানের হাতে এ দেশ নিরাপদ। আগামী প্রবারণা পূর্ণিমা হবে, ‘সম্প্রীতিতে শান্তির আলো।’ এ স্লোগান দিয়ে আমরা দেশব্যাপী এগিয়ে যাব। বিশ্বশান্তি কামনায় প্রার্থনা করছি।

আজ (সোমবার) ২৯ সেপ্টেম্বর দক্ষিণ চট্টগ্রামের পটিয়া উপজেলাধীন তেকোটা-মুকুটনাইটের মধ্যস্থলে প্রতিষ্ঠিত বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনে শেষ অষ্টমী তিথি উপলক্ষে সমাবেশ ও সংঘদানে প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া উপরোক্ত অভিমত ব্যক্ত করেন। এতে সদ্ধর্ম সভায় মুকুটনাইট ধাতু চৈত্য বিহারের অধ্যক্ষ ভদন্ত অনমোদর্শী মহাস্থবিরের সভাপতিত্বে আশীর্বাদক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনের অধ্যক্ষ ভদন্ত শীলপ্রিয় মহাস্থবির। প্রধান সদ্ধর্ম দেশক ছিলেন পটিয়া সংঘরাজ পূর্ণাচার ভিক্ষু সংসদের সাধারণ সম্পাদক ভদন্ত শরণ সেন মহাস্থবির। উদ্বোধনী দেশনা করেন বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনের পরিচালক ভদন্ত বিশ্বমিত্র মহাস্থবির।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনের পরিচালনা পরিষদের নেতৃবৃন্দের মধ্যে যথাক্রমে সাবেক চেয়ারম্যান শ্যামল কান্তি বড়ুয়া (অঃ ওসি), চেয়ারম্যান শিক্ষক প্রতাপ কান্তি বড়ুয়া, মহাসচিব সংগীত শিল্পী অনুপম বড়ুয়া, সাবেক মহাসচিব সরিৎ চৌধুরী। শিপলু বড়ুয়ার সঞ্চালনায় বুদ্ধানন্দ ভিক্ষু দেশনা করেন। পঞ্চশীল প্রার্থনা করেন রুনু বিকাশ বড়ুয়া।

এসময় আরে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জ্যোতি প্রকাশ চৌধুরী বলরাম, সাবেক যুগ্ম মহাসচিব অশোক বড়ুয়া বাবু, সুনীল কান্তি বড়ুয়া, মৃণাল কান্তি বড়ুয়া, সুজিত বড়ুয়া ঝন্টু, চন্দন বড়ুয়া, শিক্ষক সজল কান্তি বড়ুয়া, বিমল বড়ুয়া, অনুজ চৌধুরী, সুমল বড়ুয়া, কল্লোল বড়ুয়া, জুয়েল বড়ুয়া প্রমুখ।