Search
Close this search box.

বাংলাদেশ মেরিন একাডেমিগুলোকে আন্তর্জাতিক মানের করা হবে- উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

নৌপরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, অত্যন্ত মনোরম পরিবেশে এই একাডেমি স্থাপিত। আগামীতে মেরিন একাডেমির সার্বিক উন্নয়নে মাস্টার প্ল্যান হাতে নেওয়া হবে। এখানকার অনেক বিল্ডিং সংস্কার করতে হবে। এখানে আরও কিছু ডেভেলপমেন্ট প্রয়োজন। সবশেষে বাংলাদেশ মেরিন একাডেমিকে আন্তর্জাতিক মানের করা হবে।

এসময় তিনি আরও বলেন, আমরা দেশী-বিদেশী শিপিং করপোরেশনগুলোর সাথে কথা বলছি যাতে আমাদের মেরিনারদের কর্মসংস্থানের সুযোগ হয়। ইতিমধ্যে আমাদের মেরিনাররা বিভিন্ন দেশে কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

একাডেমির বিভিন্ন পরিবর্তনের বিষয়ে উপদেষ্টা জানান, একাডেমির সিলেবাসও কিছুটা পরিবর্তন করতে হবে। একই সাথে সিলেকশন প্রদ্ধতিতেও কিছুটা পরিবর্তন করা হচ্ছে। এসময় মেরিনারদের বিদেশে গিয়ে দেশের মান রেখে কাজ করার আহবান জানান যাতে পরবর্তী মেরিনাররা উপকৃত হতে পারে।

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রামের ৫৮তম ব্যাচ ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ (“গ্র্যাজুয়েশন প্যারেড”) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেন চৌধুরীসহ বিভিন্ন বাহিনীর সিনিয়র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, অনুষ্ঠান শেষে বাংলাদেশ মেরিন একাডেমির ৫৮তম ব্যাচের ২৩৮জন ক্যাডেটকে শপথ বাক্য পাঠ করানো হয়। এবং মেরিন একাডেমিতে গাছের চারা রোপণ করেন নৌপরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা।