মুহাম্মদ আলী স্টাফ রিপোর্টার: (বান্দরবান)
সুপার হিভিউ(প্রা:) লিমিটেড এবং হিলভিউ হাসপাতাল বান্দরবান এর ১০ম এজিএম ও বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সুপার হিলভিউ (প্রা:) লিমিটেড এবং হিলভিউ হাসপাতাল বান্দরবান এর ১০ম এজিএম ও বর্ষপূর্তি সুপার হিভিউ(প্রা:) লিমিটেড এবং হিলভিউ হাসপাতাল বান্দরবান এর ১০ম এজিএম ও বর্ষপূর্তি অনুষ্ঠান সংস্থার চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ আবুল কালাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
০১ফেব্রুয়ারি-২০২৫ শনিবার সকাল ১০টা হতে বান্দরবান হিলভিউ কনভেনশন হলে আয়োজিত এজিএম -এ গভর্ণিং বোর্ডের বিগত সেশনের মেয়াদ ৫ বৎসর পূর্ণ হওয়ায় নতুন সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বান্দরবান সরকারি কলেজের অধ্যাপক জাহাঙ্গীর আলম এবং নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন সাঙ্গু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঈমান আলী এবং বান্দরবান জজকোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেজ মুহাম্মদ আবু জাফর।
নির্বাচনে নতুন সেশনের জন্য পুনরায় নির্বাচিত হয়েছেন যথাক্রমে আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ আবুল কালাম, অধ্যক্ষ মোঃ বদরুল হক, অধ্যাপক মোহাম্মদ আব্দুল আউয়াল, আবুল বশর ছিদ্দিকী, অধ্যাপক গোলাম মোস্তফা তাজ, মোঃ খোরশেদুল আলম, অধ্যক্ষ মুহাম্মদ রেজাউল করিম, অধ্যাপক মোঃ নাজিম উদ্দীন এবং মোঃ নাজিম উদ্দিন।
নির্বাচনে নতুন সেশনের জন্য পুনরায় নির্বাচিত নির্বাহী কমিটির চেয়ারম্যান অভিমত জানিয়ে বলেন,হিলভিউ পরিবারের পক্ষ থেকে আমাদের সম্মানিত ডাইরেক্টর,শেয়ার হোল্ডার, হাসপাতাল এর ডাক্তার, কর্মকর্তা, করর্মচারী সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আগামী সেশনে হাসপাতাল পরিচালনার যে দায়িত্ব নতুনভাবে আমাদের উপর অর্পিত হয়েছে তা যথাযথভাবে পালনের জন্য মহান আল্লাহর নিকট তৌফিক কামনা করছি। চেয়ারম্যান মহোদয় সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।