
চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য পদে দলের সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী এফসিএকে মনোনয়ন না দেয়ার পর থেকে সীতাকুণ্ডের রাজনৈতিক অঙ্গনে নানান ঘটনা ঘটতে শুরু করেছে। সোমবার (৩ নভেম্বর) দলীয় প্রার্থী ঘোষণার পর হতাশ সমর্থকরা সাড়ে তিন ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। এতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। পরে প্রশাসনের অনুরোধে আসলাম চৌধুরী নেতাকর্মীদের মহাসড়ক থেকে সরে যেতে নির্দেশনা দিলে তারা রাত সাড়ে ১০টায় অবরোধ প্রত্যাহার করে।
এদিকে এ ঘটনার পর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিবৃতি ভাইরাল হয়। এটিতে দেখা যায়, বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী নিজের সাক্ষর করা প্যাডে বলেছেন তিনি বিএনপি সকল পদ ত্যাগ করে বিএনপির সাথে সম্পর্ক ছিন্ন করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী বলেন, দল থেকে তিনি পদত্যাগ করেছেন বলে যে বিবৃতি ছড়িয়ে পড়েছে সেটি সত্যি নয়। সেটি মিথ্যা। তিনি দলের সাথেই আছেন এবং থাকবেন।
এছাড়া আসলাম চৌধুরীর পদত্যাগ বিষয়ে বিবৃতি দিয়েছেন আসলাম চৌধুরী মিডিয়া উইংসের কর্মকর্তা আবু তাহের। তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে সীতাকুণ্ডের মাটি ও মানুষের প্রিয় নেতা আসলাম চৌধুরী এফসিএ দল থেকে পদত্যাগ করেছেন মর্মে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা পুরোপুরি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। তিনি দলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন ইনশাল্লাহ। একটি কুচক্রি মহল বিভ্রান্তি তৈরি করে ফায়দা হাসিলের জন্য এমন জঘন্য অপকর্মে লিপ্ত হয়েছে বলেই আমাদের বিশ্বাস। সবাইকে ধৈর্য্য ধারণ করার জন্য আসলাম চৌধুরী এফসিএ মহোদয়ের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো যাচ্ছে।