বিএমইউজের চট্টগ্রাম জেলা আহব্বায়ক কমিটি প্রকাশ

বিএমইউজের চট্টগ্রাম জেলা আহব্বায়ক কমিটি প্রকাশ

| শুক্রবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:২৭ অপরাহ্ণ

শহিদুল ইসলামকে আহবায়ক ও নাসির উদ্দিন লিটনকে সদস্য সচিব করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজ) এর চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম সফরে এসে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সোহেল আহমেদ ও সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে আহ্বায়ক কমিটিটি ঘোষণা করা।

নতুন নেতৃত্ব ঘোষণা হওয়ার পর উপস্থিত নেতৃবৃন্দ নবনিযুক্ত আহবায়ক শহিদুল ইসলাম ও সদস্য সচিব নাসির উদ্দিন লিটনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় কেন্দ্রীয় নেতারা জানান নতুন নেতৃত্ব চট্টগ্রামে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, পেশাগত নিরাপত্তা ও কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।

আহ্বায়ক কমিটিতে কমিটিতে বাকিরা হলেন সদস্য রেজাউল করিম, সদস্য হুমায়ুন কবির রাব্বি, সদস্য মুরাদ, সদস্য বিল্লাল হোসেন, সদস্য জহিরুল ইসলাম বাবলু, সদস্য সোহেল আমিন, সদস্য মোহাম্মদ মাসুদ।