মোহাম্মদ ইউছুপ, চট্রগ্রাম:
বিয়ের আসরে বন্ধুরা একটু মজা করবেই, এটাই স্বাভাবিক। কিন্তু রাজীবের (২৬) ক্ষেত্রে ব্যাপারটা একটু বেশি দূর গড়িয়েছে।
ঘটনার বিস্তারিত
রাজীবের বিয়ের দিন, তার বন্ধুরা ঠিক করল একটু মজা করবে। বিয়ের আসরে কনে পক্ষের সামনে হুট করে এক বন্ধু বলে বসল,
“ভাই, সত্যি বলো, আগের গার্লফ্রেন্ডের কথা কি বউকে বলেছো?”
এই কথা শুনে পুরো হলঘর নিস্তব্ধ! রাজীবের কপালে বিন্দু বিন্দু ঘাম, আর কনে তৃষা (২৩) চোখ বড় বড় করে তাকিয়ে আছে।
রাজীব তোতলাতে তোতলাতে বলল,
“ক…কে? কিসের কথা বলছো? আমি কিছুই জানি না!”
তৃষা চোখ ছোট করে বললেন,
“ভালো করে ভাবো, তারপর উত্তর দাও!”
এরপরই শুরু হয় নতুন নাটক। তৃষার বান্ধবীরা এসে রাজীবের ফোন কেড়ে নেয় এবং স্ক্রল করতে শুরু করে পুরনো মেসেজগুলো। আরেক বন্ধু তখন বলে বসে,
“অবস্থা তো খারাপ ভাই! আমরা কি রিকশা ডেকে দেব?”
অবশেষে দুই পরিবারের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। তবে বিয়ের পর থেকে রাজীব এখনো শশুরবাড়ির বারান্দায় বসে অনুশোচনার দৃষ্টি নিয়ে চা পান করছে!