পারফরম্যান্স দিয়ে খুব একটা শিরোনাম হতে পারলেও মাঠের বাইরের নেতিবাচক কর্মকাণ্ডে ঠিকই হয়েছেন শিবালিক শর্মা। ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন রোহিত শর্মা-পান্ডিয়া ভাইদের সতীর্থ।
বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে যোধপুরের কুড়ি ভগতসুনি থানায় শিবালিকের বিরুদ্ধে অভিযোগ করেন এক নারী। এটা জানার পর আত্মগোপনে যান ২৬ বছর বয়সী বাঁহাতি ব্যাটার।
তবে শেষ রক্ষা হয়নি। গতকাল ঠিকই পুলিশের হাতে ধরা পড়েন বরোদার হয়ে প্রথম শ্রেণির হয়ে খেলা এই ব্যাটার।
গ্রেপ্তারের পর শিবালিককে আদালতে তোলা হলে তাকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। এফআইআরে তরুণী জানিয়েছেন, দুই বছর আগে বরোদায় গেলে শিবালিকের সঙ্গে তার পরিচয় হয়।
এরপর মোবাইল ফোনে কথাবার্তার মাধ্যমে তাদের ঘণিষ্ঠতা বাড়ে। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে সহবাস করেন শিবালিক। কিন্তু পরে ক্রিকেটারের বিয়ের প্রস্তাব আসলে ধীরে ধীরে সম্পর্ক থেকে সরে আসেন শিবালিক।
বরোদার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮ ম্যাচ খেলেছেন শিবালিক।
৩ সেঞ্চুরি ও ৫ ফিফটিতে ১০৮৭ রান করেছেন তিনি। সর্বোচ্চ ১৮৮ রান। এই দলের হয়েই ঘরোয়া ক্রিকেট খেলেন হার্দিক ও ক্রুনাল পান্ডিয়ারা। সর্বশেষ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সে ২০ লাখ রুপিতে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। যদিও রোহিত-জাসপ্রীত বুমরাহদের সঙ্গে ম্যাচে নামতে পারেননি।
আর এবার দলই পাননি।