বৃষ্টিভেজা ভোরেও প্রাণবন্ত চট্টগ্রাম ফিশারি ঘাট। দৈনিক ২০ কোটি টাকার মাছ বেচাকেনা হয় এখানে, মেলে সাগর-নদীর তাজা মাছ…

বৃষ্টিভেজা ভোরেও প্রাণবন্ত চট্টগ্রাম ফিশারি ঘাট। দৈনিক ২০ কোটি টাকার মাছ বেচাকেনা হয় এখানে, মেলে সাগর-নদীর তাজা মাছ…

চট্টগ্রাম নতুন ফিশারী ঘাট দেশের অন্যতম বৃহৎ মাছের পাইকারী বাজার। এই বাজারটি মূলত সামুদ্রিক মাছের জন্য প্রসিদ্ধ। সাগর থেকে আহরন করা বিভিন্ন প্রজাতির মাছ এই বাজারে আনা হয় বিক্রির উদ্দেশ্যে। ভোর থেকে শত শত জেলে নৌকা কর্নফুলি নদীর তীরে ফিশারী ঘাটে এসে ভিড়ে। এরপর নৌকা থেকে মাছ অবতরন করে বাজারে নেওয়া হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা চট্টগ্রামের ফিশারী ঘাটে আসেন মাছ সংগ্রহ করতে। এরপর সেই মাছ পৌছে যায় দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন বাজারে।