বর্তমান সমাজে বেপরোয়া গাড়ি চালানো একটি মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হলো বেপরোয়া গাড়ি চালানো। এ সমস্যা যে শুধু দুর্ঘটনা বৃদ্ধি করে তা নয়, বরং মানুষের জীবনহানির একটি অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। বেপরোয়াভাবে গাড়ি চালানোর প্রবণতাটি বেশিরভাগ দেখা যায় তরুণ প্রজন্মদের মধ্যে। রাস্তায় বের হলেই দেখা যায় অল্প বয়সী তরুণদের অসচেতনভাবে মোটরসাইকেল চালাতে।
বেপরোয়া দ্রুতগতিতে গাড়ি চালানোকে তারা রোমাঞ্চকর মনে করে। কিন্তু তাদের এই ভুল ধারণার জন্য তারা এবং পথচারীদেরও প্রাণ হারাতে হয় অনাকাক্সিক্ষতভাবে। গত ১০ জানুয়ারি পত্রিকায় প্রকাশিত খবরে দেখতে পেলাম, গোপালগঞ্জ সদর উপজেলার জালাবাদ ইউনিয়নের একটি সড়কে ১৪ বছরের দুই তরুণ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় নিহত হয়। প্রতিনিয়ত এরকম অসংখ্য সড়ক দুর্ঘটনা ঘটে যাচ্ছে আমাদের চারপাশে।
এরকম প্রাণহানি দুর্ঘটনা থেকে রেহাই পেতে আমাদের সকলের ট্রাফিক আইন মেনে চলা এবং সকলের ব্যক্তিগত দায়িত্ববোধের মাধ্যমে এটি কমিয়ে আনা সম্ভব। সবার সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ সড়ক নিশ্চিত করা আমাদের দায়িত্ব। সেই দায়িত্ব থেকেই সকল চালকদেরও উচিত বেপরোয়া গাড়ি চালানো বন্ধ করা।