খালেদা আক্তার, বোয়ালখালি, চট্টগ্রাম গত ১৫ই মার্চ ২০২৫, রোজ শনিবার, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের আওতাধীন বোয়ালখালী উপজেলায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন-২০২৫ কার্যক্রম পরিচালিত হয়। এর ধারাবাহিকতায় বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ ৪ টি কেন্দ্রে শিশুদের ভিটামিন এ প্লাস প্রদান সহ সাহায্য সহযোগিতা করে বোয়ালখালী উপজেলার যুব সদস্যবৃন্দ। উক্ত ক্যাম্পেইন এ উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট বোয়ালখালি উপজেলা টিম এর দলনেতা আরিফ মাহমুদ আদিফ, প্রসাশনিক ও সাংগঠনিক বিভাগের প্রধান শেখ মোহাম্মদ সৌরভ উদ্দিন জিসান, দূর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগ এর প্রধান মেহেদী হাসান, স্বাস্থ্য বিভাগ উপনেতা জান্নাতুল নাঈম রুমি, প্রশিক্ষণ ও শিক্ষা কর্মসূচি বিভাগ এর উপনেতা ফারজানা আক্তার মিম। এছাড়া অন্যান্য যুব সদস্যরাও এতে অংশগ্রহণ করেন। ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন এ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন যুব রেড ক্রিসেন্ট বোয়ালখালি উপজেলা টিম এর যুব স্বেচ্ছাসেবকেরা৷ ২৮/০৪/২০২৫ রোজ সোমবার, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিট এর আওতাধীন বোয়ালখালি উপজেলায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন এ অংশগ্রহণকারী সকল যুব সদস্যকে বোয়ালখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষ থেকে সম্মাননা স্বরুপ সনদপত্র প্রদান করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি নিজ হাতে বোয়ালখালি ইউনিট এর যুব সদস্যদের সনদপত্র প্রদান করেন।
Post Views: ৭