খালেদা আক্তার, বোয়ালখালি , চট্টগ্রাম।
বোয়ালখালি উপজেলায় প্রতিদিনের ন্যায় ব্যস্ততম সড়কটিকে একটি মালবাহী ট্রাক দাড় করিয়ে মালামাল লোড- আনলোড করায় সৃষ্টি হয় তীব্র যানজট ও জনসাধারণের ভোগান্তি। উপজেলা সদরের ব্যস্ততম সড়কে ট্রাক দাড়িয়ে যানজট সৃষ্টি করায় জনস্বার্থে উপজেলা নির্বাহী অফিসার মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং পরবর্তী তে এ বিষয়ে সত্রক থাকার নির্দেশ দেওয়া হয়। এছাড়া সড়কটিতে অন্যতম দূর্ঘটনার কারণ হয়ে দাড়ায় বালু বাহী ট্রাক। দীর্ঘদিন ধরে সড়কে ট্রাক এ করে বালু ও মাটি পরিবহন করায় মাটির কণা থেকে বিপজ্জনক সড়কে পরিণত হয়। বোয়ালখালি কানুনগোপাড়া সড়কে এসকল মাটি ও বালু পরিবহন ট্রাক এর কারণে রাস্তায় মাটি পড়ে বৃষ্টির দিনে সড়ক পিচ্ছিল আবরণ ধারণ করে যা অত্যন্ত বিপদজনক। মাটি / বালু যথাযথ নিয়ম না মেনে পরিবহন করায় রাস্তাঘাটে মাটি/বালু পড়ে রাস্তার ক্ষতি হওয়া এবং সড়ক দুর্ঘটনার ঝুঁকি তৈরি করায় ট্রাক চালককে অর্থদন্ড আরোপ করা হয়৷ এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে ৪,০০০ টাকা অর্থদন্ড দেওয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন বোয়ালখালি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ।
Post Views: ৭