Search
Close this search box.

“বোয়ালখালি তে ১২ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার “

খালেদা আক্তার, বোয়ালখালি ,চট্টগ্রাম।

বোয়ালখালীতে হঠাৎ করেই রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করে এক বিশাল আকারের অজগর। ১২ ফুট দৈর্ঘ্যের এই অজগরটি বুধবার (২৩ এপ্রিল) রাত ১২টার দিকে দেখা যায় আলী আহমদ কমিশনার সড়কে, বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন এলাকায়।

পথচারীরা সড়ক পার হতে থাকা অজগরটিকে দেখে চমকে ওঠেন। মুহূর্তেই ভিড় জমে যায়। অনেকে মোবাইলে ভিডিও ধারণ করেন, কেউ আবার উৎসুক দৃষ্টিতে সাপটিকে ঘিরে দাঁড়িয়ে থাকেন। তবে কেউ সাপটিকে আঘাত করেননি—এটাই ছিল স্বস্তির বিষয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্ন্যাক রেসকিউ টিম বাংলাদেশ-এর সদস্য আমীর হোসাইন শাওন। নিরাপদে উদ্ধার করেন বিশাল অজগরটিকে।

তিনি জানান, “আমার ধারণা, খালের পানিতে ভেসে সাপটি ফায়ার সার্ভিসের এলাকায় চলে আসে। খালপাড়ের বিল পার হয়ে সড়কে উঠলে লোকজন দেখে ফেলে। তবে সৌভাগ্যজনকভাবে কেউ সাপটিকে মারধর করেনি।”
প্রায় সাড়ে ১৭ কেজি ওজনের এবং ১২ ফুট লম্বা অজগরটি এখন নিরাপদে আছে। বিষয়টি বন বিভাগকেও জানানো হয়েছে।

এদিকে একই রাতে, রাত ৮টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মন্টু সওদাগর বাড়ির উঠোনে দেখা যায় সাড়ে ৪ ফুট দৈর্ঘ্যের একটি শঙ্খিনী সাপ। পরে বন বিভাগের কর্মকর্তারা এসে সেটিকেও উদ্ধার করে নিয়ে যান।