মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে ইট, কংক্রিট ও পাথর দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় মামলার আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি মামলার ৯ নম্বর আসামি টিটন গাজী।
মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (১১ জুলাই) রাতেই অভিযান চালিয়ে টিটনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মামলার এজাহারে থাকা ১৯ জন আসামির মধ্যে ৫ জনকে গ্রেপ্তার করা হলো।