Search
Close this search box.

ব্যাটিংয়ে আমাদের ভুলের খেসারত দিতে হয়েছে: শান্ত

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে হেরে ব্যাটিং ব্যর্থতাকেই দায় দিয়েছেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত। ম্যাচের আগের দিন পর্যন্ত আত্মবিশ্বাসে বলিয়ান ছিলেন অধিনায়ক। তিনি বলেছিলেন, বাংলাদেশ যে কাউকে যেকোনো সময় হারাতে পারে। কিন্তু, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভারতের বিপক্ষে ৬ উইকেটের হার দিয়ে আসর শুরু করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

দুবাইয়ে টস জিতে আগে ব্যাট করতে নেমে টপ অর্ডার ব্যর্থতায় ৩৫ রান তুলতেই পাঁচ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সেঞ্চুরি করেছেন তাওহিদ হৃদয়। তার ক্যারিয়ার সেরা ইনিংসে লড়াইয়ের পুঁজি পায় দল। অল্প পুঁজি নিয়েও ভালোই লড়াই করেছেন স্পিনাররা। তবে শেষ পর্যন্ত ৪৯ ওভার ৪ বলে ২২৮ রান তুলে অলআউট হয়েছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১০০ রান করেছেন হৃদয়। তাছাড়া ফিফটি পেয়েছেন জাকের। ভারতের হয়ে ৫৩ রানে ৫ উইকেট শিকার করেছেন মোহাম্মদ শামি। জবাবে খেলতে নেমে ৪৬ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

এমন হারের পর ব্যাটিং ব্যর্থতাকেই দায় দিয়েছেন শান্ত। তাছাড়া ফিল্ডিংয়েও বেশ কিছু সুযোগ নষ্ট করেছে বাংলাদেশ। যেগুলো কাজে লাগাতে পারলে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারতো বলে মনে করেন শান্ত।

ম্যাচ শেষে ব্রডকাস্টারকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় ব্যাটিংয়ে আমাদের ভুলের খেসারত দিতে হয়েছে। টপ অর্ডার ব্যর্থ হলে লোয়ার অর্ডারের জন্য তা কাটিয়ে ওঠা খুবই কঠিন। যেভাবে হৃদয় ও অনিক খেলেছে, বিশেষত এমন পরিস্থিতিতে সামাল দিয়েছে, সেটি অসাধারণ।

তিনি আরও বলেন, বোলিংয়েও আমাদের একাধিক ভুল হয়েছে। ফিল্ডিংয়ে ক্যাচ মিস করেছি, রান আউট করতে পারিনি। যদি সুযোগগুলো নিতে পারতাম, ম্যাচের ফল ভিন্ন হতে পারত।’