অক্টোবর মাসজুড়ে চট্টগ্রামে পালিত হবে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস। এই উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সঙ্গে সম্পৃক্ত হয়েছে সিএসসিআর এবং পিজিএস একাডেমিয়া।
সারা বিশ্বের মতো বাংলাদেশেও অক্টোবর মাস ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালিত হবে। এ বছর চট্টগ্রামে মেয়রের উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় ব্যাপকভাবে এই সচেতনতা কার্যক্রম পরিচালিত হবে।
এই উপলক্ষে আগামী ১ অক্টোবর বুধবার সকাল ১১টায় মেয়রের নেতৃত্বে চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল থেকে এক শোভা যাত্রার মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হবে। শোভা যাত্রায় চট্টগ্রামে বিশিষ্ট নাগরিকবৃন্দ, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক, চিকিৎসক, নার্স, কর্মকতা-কর্মচারী, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের সদস্যবৃন্দ, সিএসসিআর এবং পিজিএস একাডেমিয়ার সদস্যবৃন্দ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করবেন।
দুপুর ১টা ৩০ মিনিটে বিনামূল্যে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং ও কনসালটেশন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান সিএসসিআর’র কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধান অতিথি থেকে এ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করবেন। এই কার্যক্রমের আওতায় অক্টোবর মাসব্যাপী প্রতি শনিবার, সোমবার ও বুধবার বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত সিএসসিআর এ বিনামূল্যে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং ও কনসালটেশন কার্যক্রম চলবে।