ভারত পাকিস্তান ও পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরে হামলা করেছে গত রাতে। জবাবে পাকিস্তানও নিয়ন্ত্রণরেখায় হামলা চালিয়েছে। যার ফলে দুই পক্ষের মধ্যে সামরিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। এ কারণে পাকিস্তানের মাটিতে পিএসএল নিয়েও শঙ্কা সৃষ্টি হয়েছিল।
তবে সে শঙ্কা উড়িয়ে দিয়েছে পিসিবি। পূর্বঘোষিত সূচি মেনেই মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিশ্চিত করেছে, আজ রাতেই রাওয়ালপিন্ডির ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে ইসলামাবাদ ইউনাইটেড ও কোয়েটা গ্ল্যাডিয়েটরস।
বিকেলে পিসিবি এক বিবৃতিতে জানায়, ‘পিএসএলের দশম আসর চলবে নির্ধারিত সূচি অনুযায়ী। আজকের ম্যাচের টস অনুষ্ঠিত হবে রাত ৭:৩০টায় এবং প্রথম বল করা হবে রাত ৮টায়।’
এই ম্যাচ দিয়েই রাওয়ালপিন্ডি-পর্ব শুরু হচ্ছে পিএসএলে। যা চলবে ৭ থেকে ১০ মে পর্যন্ত। এরপর ১১ মে মুলতানে অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের শেষ ম্যাচ।
১৩ মে কোয়ালিফায়ার ম্যাচ হবে রাওয়ালপিন্ডিতে। এরপর ১৪ ও ১৬ মে এলিমিনেটর-১ ও এলিমিনেটর-২ এবং ১৮ মে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
সাম্প্রতিক উত্তেজনার কেন্দ্রে রয়েছে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা ও পাকিস্তানের প্রতিরোধমূলক পাল্টা আক্রমণ। পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান, একটি কমব্যাট ড্রোন গুলি করে নামিয়েছে এবং একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করেছে।