Search
Close this search box.

ভারত-পাকিস্তান পরিস্থিতি নিয়ে ‘উদ্বিগ্ন’ চীন, শান্ত থাকার আহ্বান

ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমান পরিস্থিতি নিয়ে ‘উদ্বিগ্ন’ থাকার কথা জানিয়েছে চীন। পাকিস্তানে ভারতের সামরিক অভিযানে দুঃখ প্রকাশ করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এক বিবৃতে বলা হয়, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যে ৭ মে ভোরে ভারত পাকিস্তানের বিভিন্ন স্থানে সামরিক হামলা চালায়, যার তীব্র প্রতিক্রিয়া পাকিস্তান থেকে পাওয়া যায়।

চীনের মন্তব্য কী?’
এমন প্রশ্নের জবাবে চীন জানায়, ‘আজ সকালে ভারতের সামরিক অভিযানকে চীন দুঃখজনক বলে মনে করে। আমরা চলমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। ভারত ও পাকিস্তান সবসময় একে অপরের প্রতিবেশী ছিল এবং থাকবে। তারা উভয়ই চীনের প্রতিবেশী।

চীন সকল ধরণের সন্ত্রাসবাদের বিরোধিতা করে। আমরা উভয়পক্ষকে শান্তি ও স্থিতিশীলতার বৃহত্তর স্বার্থে কাজ করার, শান্ত থাকার, সংযম প্রদর্শন করার এবং পরিস্থিতি আরো জটিল করে তুলতে পারে এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাই।