Search
Close this search box.

ভারত-পাকিস্তান সংঘাতে পাকিস্তানের পাশে থাকবে তুরস্ক

চলমান ভারত-পাকিস্তান সংঘাতে পাকিস্তানের পাশে থাকবে তুরস্ক। ইসলামাবাদে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত মেহমেত প্যাকাস পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে এক বৈঠকে এই বার্তা দিয়েছেন।

বৈঠকে রাষ্ট্রদূত প্যাকাস বলেন, ভারতীয় হামলার ঘটনায় তুরস্ক গভীরভাবে উদ্বিগ্ন ও এই সংকটময় সময়ে পাকিস্তানের সঙ্গে রয়েছে আঙ্কারা। তিনি পাকিস্তানের প্রতি তুরস্কের অবিচল সমর্থনের আশ্বাস দেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বৈঠকে দুই দেশ আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন উভয়পক্ষ।

এর আগে, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে পাকিস্তান সফরকালে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের অবস্থানের প্রতি সমর্থন জানান। তিনি বলেন, কাশ্মীর সমস্যার সমাধান হওয়া উচিত জাতিসংঘের প্রস্তাব ও কাশ্মীরি জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে।